নিউজ ডেস্ক// নাসুম আহমেদের ঘূর্ণিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশের করা ১৫৫ রান টপকাতে গিয়ে ১৪ বল বাকি থাকতে ৯৪ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের দলীয় ইনিংস। ৪ ওভারে মাত্র ১০ রানে ৪ উইকেট তুলে নেন নাসুম
।জয়ের জন্য এটাই দরকার ছিলো।আফগানদের ব্যাটিংয়ের টপ অর্ডার একাই ভেঙে দিয়েছেন নাসুম আহমেদ। যার কল্যাণে বাংলাদেশের উইকেট উৎসব শুরু হয় প্রথম ওভারেই।
অবশ্য ব্যাটিংয়ে বাংলাদেশের জয়ের ভীত তো গড়ে দিয়েছিলেন লিটন দাস। ব্যাটিংয়ে তার ৪৪ বলে ৬০ রানে ১৫৫ রানের মাঝারি মানের স্কোর পায়।বোলিংয়ে নাসুম শুরুতেই এমন ধাক্কা দিলেন যে আফগানিস্তান কোমর সোজা করে দাঁড়াতে পারল না। সবকটি উইকেট হারিয়ে তারা অলআউট ৯৪ রানে। বাংলাদেশ জিতে গেল ৬১ রানের বিশাল ব্যবধানে। অবশ্য তাদেরকে ৭২ রানে অলআউটের রেকর্ডও আছে বাংলাদেশের, সেটা অবশ্য ২০১৪ সালে।
প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদও পেয়ে যেতে পারতেন। মোহাম্মদ নবীকে প্যাডে আঘাত করে আম্পায়ার মাসুদুর রহমানের থেকে সাড়া পেয়ে যান। পাঁচের আনন্দে ‘পুষ্পা ড্যান্সও’ করেছিলেন। কিন্তু রিভিউ নিয়ে আফগান অধিনায়ক বেঁচে যান।তবে ম্যাচ বাঁচাতে পারেননি নবী। পঞ্চম উইকেটে নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে ৩৭ রানের জুটি গড়ে দলকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলেন। আরেক বাঁহাতি স্পিনার সাকিব বোলিংয়ে এসে ভাঙেন তাদের প্রতিরোধ। সাকিবকে তুলে মারতে গিয়ে ডিপ কভারে নবী ক্যাচ দেন ১৬ রানে। সাকিবের দ্বিতীয় শিকার নাজিবুল্লাহ। শুরুতে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ ছাড়া অভিষিক্ত মুনিম এবার কোনো ভুল করেননি। সর্বোচ্চ ২৭ রান করা নাজিবুল্লাহ ফিরলে আফগানিস্তানের লড়াই থেমে যায়। পরের ব্যাটসম্যানরা পরাজয়ের ব্যবধান কমিয়েছেন মাত্র। তবে নাসুমের বিস্ময়কর বোলিংয়ের পর শরিফুলের ২৯ রানে ৩ উইকেট যেন ছায়া হয়ে ছিল।
৬১ রানের বিশাল জয় টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে সবচেয়ে বড় জয় বাংলাদেশের। পাপুয়া নিউ গিনিকে কিছুদিন আগে বিশ্বকাপে ৮৪ রানে ও আয়ারল্যান্ডকে ৭১ রানে হারানোর রেকর্ড আছে। তবে ৬১ রানের এই জয়কে একটু ভিন্নভাবেই দেখতে হবে। কারণটা অজানা থাকার কথা নয়, ৮ পরাজয়ের গেরো ছোটাল যে মাহমুদউল্লাহর দল।
Leave a Reply