এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা // দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চৌকিদার সৌরভ এর বিরুদ্ধে বেড়িয়ে আসছে দুর্নীতির নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য।
গতকাল সোমবার কয়েকজন প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন বারাকপুর ইউনিয়নের আড়ুয়া,নন্দনপ্রতাব,লাখোহাটি এলাকায় তথ্যগত কারণে গেলে সাংবাদিকদের সামনে বেড়িয়ে আসে চৌকিদার সৌরভ এর বিরুদ্ধে একাধিক অর্থ আত্মসাতের অভিযোগ।
উক্ত ইউনিয়ন এর বিভিন্ন এলাকা থেকে সৌরভ বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে একাধিক অসহায় দুঃস্থ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা।
এবিষয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে বেশ কয়েকজন বিষয়টি খুলে বলেন এবং সৌরভের প্রতারণার শিকার অনেকেই ভয়ে মুখ খুলতে চায়নি।তবে এবিষয়ে একজন ভুক্তভোগী ২ বছর আগে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া বাবদ সৌরভের কাছে টাকা দিয়েছে বলে জানান। অন্যদিকে আরো এক ভুক্তভোগী জানান, বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার জন্য সৌরভ এর কাছে ৯ হাজার টাকা দিয়েছে।
তিনি আরও বলেন,সৌরভ ৯ হাজার টাকা নিয়ে একটা নকল কার্ড করে দেয় কিন্তু সৌরভের কাছে বিষয় গুলো জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যায়।এবিষয়ে কথা হয় উক্ত ইউনিয়ন এর এক মহিলা ইউপি সদস্যের সাথে তিনি বলেন,এধরণের ঘটনা আমার কাছে অনেক নালিশ এসেছে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেনকে ও পরিষদের সচিব প্রদীপ কুমারকে জানান। সত্যতা প্রমাণিত হলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অন্য দিকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন কারি প্রতারক সৌরভ বলেন,এতে আমার কেউ কিছু করতে পারবে না। বিষয়টি নিয়ে এলাকায় ভুক্তভোগী সহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি দেখা দিয়েছে ।
Leave a Reply