পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর) // যশোরের কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলর সফল করতে শনিবার (০৭ মে) বিকালে এক বিশেষ বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর গফ্ফারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগনেতা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রভাষক মিকাইল হোসেন ও সাংগঠনিক সম্পাদক শেখ ইমামূল কবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক বি এম ইব্রাহীম হোসেন, যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রামপ্রসাদ দেবনাথ, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মোড়ল, সুফলাকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আহসান মিন্টু, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাজ্জাত হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শেখ আসাদুজ্জামান আসাদ, হাসানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুক্তাদুর রহমান পিপলু প্রমুখ। স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলর সফল করতে আগামী ১৩ মে ব্যাপক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয়।
Leave a Reply