পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর// যশোরের কেশবপুর আল আমিন মডেল একাডেমির ম্যানেজিং কমিটির প্রথম সভা শণিবার (২৭ আগষ্ট) দুপুরে একাডেমির অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আব্দুল গফুর গাজী-এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ সুমন দাস-এর পরিচালনায় বক্তব্য রাখেন, একাডেমির নব নির্বাচিত সভাপতি অধ্যাপক মছিহুর রহমান, নব নির্বাচিত সহ-সভাপতি সৈয়দ আকমল আলী।
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আব্দুল গফুর গাজী বলেন,এই কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন। অধ্যক্ষ সুমন দাস বলেন, আল আমিন মডেল একাডেমি জন্মলগ্ন থেকে ভাল ফলাফল বহন করে চলেছে এবং অভিভাবকরা এই প্রতিষ্ঠানের প্রতি অত্যন্ত দরদী। সার্বিক পরিচালনা এবং শিক্ষার উর্ধোমূখী ফলাফলের জন্য অভিভাবক মহল গর্বিত। তারা উত্তরোত্তর প্রতিষ্ঠানের উন্নতি কামনা করেন।অধ্যাপক মশিউর রহমান সভাপতি ও সৈয়দ আকমল আলী সহ-সভাপতিসহ নব নির্বাচিত কমিটিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুভেচ্ছা জানিয়েছেন। সভা শেষে সকল সদস্যবৃন্দ এক সাথে ক্যামেরা বন্দি হন।
Leave a Reply