মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন জেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। জেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদে লড়বেন সাবেক লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু।
জানাগেছে,গত রাতে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় নড়াইলসহ দেশের ৬১ জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ঘোষনা করা হয়।
দলীয় মনোনয়ন ঘোষনার পর চায়ের দোকান থেকে সবখানে একই আলোচনা কে হচ্ছেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী?নড়াইল জেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদে লড়বেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক নির্বাচিত সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু।
তিনি বলেন,আমি ইতিমধ্যে জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বর(ভোটার)দের সাথে কথা বলেছি তারা আমার জন্য কাজ করবেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহন করছি বলেও জানান, সাবেক এই উপজেলা চেয়ারম্যান।
Leave a Reply