মোঃ ইয়াকুব রাজা,খুলনা || নগরীর আপার যশোর রোডের বাগানবাড়ি এলাকায় মোঃ মোস্তফা (৪০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ৩টার সময় আপার যশোর সড়কের বাগানবাড়ি এলাকায় সোনার কানের দুল ছিনতাইয়ের সময় তাকে আটক করা হয়। আটক ছিনতাইকারী খুলনার বরদত্ত লেন ফেরিঘাট খুলনা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।ভ
ভুক্তভোগী নারী
ভিকটিম ও পুলিশ জানায়, নগরীর ডাকবাংলা থেকে সিএনজিতে করে ফুলবাড়িগেটের দিকে যাচ্ছিলেন।ঐ একই সিএনজিতে ছিনতাইকারি যাত্রী সেজে বসে ছিলো।সিএনজিটি নগরীর বাগানবাড়ি এলাকায় এসে পৌছলে,ছিনতাইকারি ভাড়া মিটিয়ে চলে যাবার সময় ভিকটিমের কানের দুল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাতে চেস্টা করে।এসময় পথচারী ও স্থানীয়দের সহযোগিতা তাকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
পরে তাকে সোনাডাঙ্গা মডেল থানায় নিয়ে যাওয়া হয়।এরিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা করা হয়নি।
পুলিশ আরও জানায়, আটক ছিনতাইকারীর ভোটার আইডি থেকে তার পরিচয় জানা যায়,ছিনতাইকারীর নাম-মোঃ মোস্তফা,পিতার নাম-মোঃ ইসমাইল,মাতার নাম-খাতুন বেগম।ছিনতাইকারি মোস্তফা নগরীর ফেরিঘাট বরদত্ত লেনের বাসিন্দা।
Leave a Reply