খুলনার খবর || বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার মধ্য দিয়ে আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ১৪২তম খুলনা দিবস পালিত হয়েছে। ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়।এদিন বর্নাঢ্য র্যালি ববের করা হয়।র্যালিটি সকাল ১০ টায় মহানগরীর শিববাড়ির মোড় প্রদক্ষিণ করে পরে শিববাড়ি এসে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব মোহাম্মদ আলী। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু,খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম,খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম,কেডিএ-এর সদস্য (প্রশাসন ও অর্থ) অধ্যাপক রুনু রেজা,বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সাবেক সভাপতি হায়দার গাজী সালা উদ্দিন রুনু,সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন,বীর মুক্তিযোদ্ধা স ম বাবর আলী,মকবুল হোসেন মিন্টু,বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডা.মেহেদী নেওয়াজ, খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন,খুলনা মহানগর কমিটির সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ,বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের,দৈনিক দেশ সংযোগের সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ,খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. মফিদুল ইসলাম টুটুল,সংগঠনের পরিবেশ সম্পাদক এস.এম ইকবাল হোসেন বিপ্লব প্রমুখ।
Leave a Reply