মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি ||নড়াইলের কালিয়া উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বনগ্রামে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাঁজা, ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
নড়াইল সদর আর্মি ক্যাম্পের লে: কর্নেল মনিরুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী ও কালিয়া থানা পুলিশ যৌথ ভাবে শনিবার (২৪ মে) গভীর রাত থেকে ভোর পর্যন্ত বনগ্রামের দুটি বাড়িতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ওই গ্রামের খায়রুল মোল্যার বাড়ি থেকে ২টি বেতের ঢাল, ১টি চাইনিজ কুড়াল, ১টি ফলা ও ১টি হকিষ্টিক এবং একই গ্রামের রনি শেখ ও ইনসান শেখের বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৪৪ পিস ইয়াবা, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু, ১টি ফলা, পেন ক্যামেরা ১টি, ডিজিটাল ক্যামেরা ১টি, গাঁজা পরিমাপের ওয়েট স্কেল ১টি, হাইসো ১টি ও ২টি ঢাল উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বনগ্রামের মোশারফ শেখের ছেলে রনি শেখ, ইনসান শেখ এবং একই গ্রামের আবু তালেব মোল্যার ছেলে খাইরুল মোল্যাকে গ্রেফতার করে কালিয়া থানায় সোপর্দ করা হয়।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ-আল-মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।