মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি ||যশোরের শার্শায় কাভার্ডভ্যানের ধাক্কায় সৌরভ মন্ডল (২৫ ) নামে এক শ্রমিক নিয়তে হয়েছে।এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার( ২৩) শে মে রাত ১১ টার সময় যশোর সাতক্ষীরা সড়কের শার্শা উপজেলার বাগআচড়া বেলতলা আম বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সৌরভ মন্ডল হলেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া এলাকার সুকদেব মন্ডল এর ছেলে।
আহত দুজন হলেন হাসিব (২০) ও রফিকুল (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সৌরভ, হাসিব, রফিকুল তারা বেলতলা আম বাজারে শ্রমিক হিসেবে কাজ করত। এ দিন রাতে মিন্টুর আরতের সামনে দিয়ে মেইন রোড দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিল, এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের, ট্রাকের ধাক্কা দিলে তিনজনেই ই আহত হয়। এর মধ্যে সৌরভ গুরুতর আহত হলে স্থানীয়রা ছুটে এসে, তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ও আহত দুজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার (ওসি )রোকনুজ্জামান রোকন জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।এ সময় চালক সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
নিহত ব্যক্তিল মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।