খুলনার খবর, তেরখাদা প্রতিনিধি ||২৪ মে বিকেল ৩টার দিকে খুলনার তেরখাদার উপজেলার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে তেরখাদা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয়ে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে এক সভা অনুষ্ঠিত হয়।
শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন।
প্রধান শিক্ষক সৈয়দ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন , প্রধান শিক্ষক যথাক্রমে মোঃ মনিরুজ্জামান , উদ্ধব কুমার মোহান্ত , রমেন্দ্র নাথ মল্লিক , পরিতোষ কুমার বিশ্বাস , মোঃ আনোয়ার হোসেন , মোঃ নাজিবুল ইসলাম মাসুম।
সভায় এছাড়াও অন্যান্য প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরও কঠোর ভূমিকা পালনের জন্য গুরুত্বারোপ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।